-সুন্দরী! এরই নাম প্রেম…
তোমাকেই ভালবেসে
খুউব নিভৃতে কাছে এসে
দিয়েছি বুকের খাঁচায় লুকানো মন!
-দূরে কেন সখা? কাছে এসো
আরো কাছে- এসো,আলিঙ্গনে মিশে
এইবার তবে নদী হয়ে যায়…
-শোন,আগামী বসন্তে আবারও এসো,
এই মধুবনে দেখা হবে…কথা হবে!!