শহরতলীর শেষ প্রান্তে
পিচঢালা পথ যেখানে শেষ,
ঠিক সেখানেই দেখতে এসো
কেমন সোনার বাংলাদেশ!
ক্ষুধায় কাতর, ভীষণ জ্বর
খবর নেবার কেহই নাই-
একটি মানুষ পথের ধারে
ধুকছে মরণ যন্ত্রণায়।
আদুল গতর ভগ্ন মন
দু' চোখ কেমন দৃষ্টিহীন,
কেউ জানে কী-না,উপোষ গেছে
এমন তাহার কয়টা দিন?
হাড় জির্-জির্ শুকনো দেহ
কোথাও কোমল মাংস নাই,
পাঁচড়া-ঘায়ের হামলা তাতে
ঔষধ পানির খবর নাই!
হাজার মানুষ(!) চলছে পথে
কারও কোনও হয় না মায়া
পচা-গন্ধ ভরা দেহ যে ভাই
বলো, কে মাড়াবে এমন ছায়া?
মিটিং-ফিটিং আর মিছিলে
এ দেশ, জাতির মুক্তি চাই,
যেই মানুষই গড়বে জাতি
সেই মানুষের খবর নাই!
খবর খবর খবর গো!
খাতার পাতায়, কাব্য কথায়
দিলাম তোমায় কবর গো!!