পুষ্পহীন যে বৃক্ষের ডালে বসে নি পাখির মেলা
তাকে ভালবাসা দাও, ভালবাসা দাও
যে নদীটি দেখে নি জলের ঢেউ, তরঙ্গের খেলা
তাকে ভালবাসা দাও, ভালবাসা দাও।
যে বাঁশিটি সুরহীন, বলে না প্রাণের কথা
তাকে ভালবাসা দাও, ভালবাসা দাও
চির দুঃখীজন, পেয়েছে যে শুধু অনাহুত ব্যথা
তাকে ভালবাসা দাও, ভালবাসা দাও।
যে আকাশ আজ মেঘে ঢাকা, আলোহীন-তারাহীন
তাকে ভালবাসা দাও, ভালবাসা দাও
নিস্তব্ধ আঁধার দেশে চাঁদ যদি হয় গো বিলীন
তাকে ভালবাসা দাও, ভালবাসা দাও।
গন্ধহীন যে ফুলের বুকে নেই সুরভিত ঘ্রাণ
তাকে ভালবাসা দাও, ভালবাসা দাও
বসন্তের এই মিষ্টি দিনে যে পাখি গাহে না গান
তাকে ভালবাসা দাও, ভালবাসা দাও।
বিরান যে মাঠ ভুলে গেছে ফুল-ফসলের হাসি
তাকে ভালবাসা দাও, ভালবাসা দাও
যে দু' চোখের স্বপ্নেরা আজ হল দূর পরবাসী
তাকে ভালবাসা দাও, ভালবাসা দাও।
দারুণ ঈর্ষায় যে তোমার ঘরে দিয়েছে আগুন
তাকে ভালবাসা দাও, ভালবাসা দাও
যে পাষাণ-হিয়া ভালবাসা নিভৃতে করেছে খুন
তাকে ভালবাসা দাও, ভালবাসা দাও।
মানুষের তরে যে মানুষ কভু করে না রোদন
তাকে ভালবাসা দাও, ভালবাসা দাও
নিষ্ঠুরতায় যে বিবেকের কোন হয় না দহন
তাকে ভালবাসা দাও, ভালবাসা দাও
তাকে ভালবাসা দাও, ভালবাসা দাও।।