তুমি যেন এক প্রিয়তম কবিতার বই
বুকের ভেতরে তোল নিত্য আলোড়ন,
তুমি তো ছন্দের লয়; কিংবা সবচেয়ে
প্রিয় কোন শব্দের পাশের নিপুন সেমিকোলন!!