জন্মান্তর বিধানে বিশ্বাস নেই
পৃথিবীর পরকাল হোক বা না-হোক,
কে তুমি অসীম শক্তিধর? পার যদি-
কবি নয়, হ'তে চাই একদিন কবিতা-বাহক!
কাল থেকে কালে পৌঁছে দেব
প্রিয়তম কবিদের সুমহান বাণী,
মাহিনা চাই না প্রতিদানে…
চাই না সুখের অলৌকিক স্বর্গখানি!
হয়ত-বা দুঃস্বপ্নের সারথিই আমি
আছি তবু সুখে-মহাসুখে,
ভালবাসি চিরদিন
কবি আর প্রিয় কবিতাকে!!