১.
ঠিক নিভৃতচারী গোপন প্রেমিকের মত
খুঁজে দেখেছি এ বুকে বাংলাদেশের নাম,
দেই নি পরীক্ষা,  যাই নি তোমার স্কুল-ঘর
দূর হও মিথ্যেবাদী! ভুল সনদের কতটুকু দাম?

২.
দেশপ্রেমে যে তুমি নিত্য বাজাও ঢোল
গান গাও, নাচো অবিরত,
সজ্ঞানতই বলি, শোন- কে তুমি?
এ দেশ তোমায় ভালবাসে তো?

৩.
পরীক্ষাই হোক তবে- এই যে এসেছি আমি
এসো, ভালবাসি শর্তহীন মাতৃভূমি!