কাল পহেলা বৈশাখ। আনন্দ-যজ্ঞের
এই দিনে আবুল দা'র মাথায় হাত-
চাল-ডাল হীন বাড়িতে বিরস বউ
বুড়ো বাপ-মা, ছ' মাস বয়সী রুগ্ন
শিশুটার সারাক্ষণ ট্যাঁ ট্যাঁ
সবচেয়ে বড় কথা এই বৃষ্টি-বাদলার দিনে
ছনহীন উদোম ঘরের চাল…
আবুল দা ভাবে, বেশি তো কিছু চাই নি দয়াময়-
সোয়াসের চাল, দুটো কাঁচা লঙ্কা
একটা পেঁয়াজ, এক মুঠো ডাল
সাথে টিনে ছাওয়া এখান ঘর!
নববর্ষ তো বছরে একদিনই আসে
কে জানে, আবুলের কাল কী আসবে সেদিন?