আশ্চর্য! থালার কী শ্রী দেখেছিস?
আহা, মাটিই তো বটে! জানি -
তাই ব'লে এমন হাভাতে
গেঁয়ো হবে, ভাবা যায়?
আচ্ছা, না-হয় মেনে নিলাম
কিন্তু, কী যেন নাম - হ্যাঁ, হ্যাঁ পান্তা
বলিস কী, ভালই লেগেছে তোর?
ওহ্ সিট! দুর্গন্ধে আমার…
দুর, পান্তা-পেঁয়াজ মানুষে খায় না-কী?
চল্ দোস্ত, চাইনিজে যাই!