১.
একাত্তর থেকে একচল্লিশ
একই মুদ্রার এপিঠ-ওপিঠ,
খাদহীন অলঙ্কারও দোষমুক্ত নয়-
মন্ত্রী হলে সাত খুন মাফ!

২.
নিপাতনে সিদ্ধ কথা-
ফুটবলে ফাউল চলে না,
মন্ত্রীত্ব ফুটবল খেলা নয়
ফাউল-বাউল থাকতেই পারে!

৩.
বিলিভ ইট অর নট-
মন্ত্রী মানে মহাজ্ঞানী,
প্রভু! পূণঃজন্মে যেন
বাংলাদেশের মন্ত্রী হই…