১.
কী মুস্কিল কথা -
এতটা অবুঝ কেন, বল তো?
ভোট দাও আর না-ই দাও
চেয়ারম্যান তো পেলে পড়শীই!

২.
মৃত্যুর মালিক উপর ওয়ালা
ভোট-টোট সে বাহানা মাত্র,
তুমি আমি যা-ই বলি -
ইসি আজরাইল ডাকে না…

৩.
খাওয়াবেন কে? সরকার
পরাবেন কে? সরকার
চাকুরী দেবেন? সরকার
বউ দেবেন? সরকার
বাসর দেবেন? সরকার
লাইফ-অরেন্টি? সরকার

ভোট দেবেন? জনগন
অকৃতজ্ঞ! দেশটা কী তোমার বাবার?