(স্বদেশ প্রেমে উজ্জীবিত এক জোড়া প্রেমিক-প্রেমিকার ডায়েরি থেকে)

প্রেমিকা :--
এই নাও অস্ত্র- যুদ্ধে যাও…
প্রিয়তমা যদি মানো, জেনো-
এই তার প্রিয় উপহার !

প্রেমিক :--
পারতপক্ষে আমাকে আর যুদ্ধের কথা বোলনা…
পার যদি সন্ধিবার্তা নিয়ে এসো- শান্তির সুশীল শর্তে
জেনো, চিরদিন আমি তোমারই আছি।

না, ভালবাসি না আমি অস্ত্রের বিধান
ভালবাসি না তোমার যুদ্ধ-যুদ্ধ খেলা।
আমি শান্তি চাই, সুখ চাই, মনুষ্য সম্প্রীতি চাই-
আরাধ্য আমার এই নন্দিত নৈবেদ্যে আজ
উৎসর্গ হোক আমার সকল আয়োজন !

প্রেমিকা :--
ঘরে-ঘরে শত্রু আজ দেশময়
যা-ই বল, অস্ত্রই এখন শেষ সমাধান।

প্রেমিক :--
আমার অস্ত্র নেই, আমার শত্রু নেই।

দ্বিধান্বিত যে যুদ্ধে আমাকে তুমি অস্ত্র তুলে দাও হাতে-
আমি জানি, সে যুদ্ধের একদিন অবসান হবে
জানি, শিথীল কটি-বন্ধের যোদ্ধারা তাদের রক্তপ্লুত
অস্ত্রগুলি ছুঁড়ে ফেলবে ভাগাড়ে…
মানুষেরা ফিরে পাবে বাড়ীর উঠোন, ঘরের দাওয়া
ফিরে পাবে আলোর আকাশ, পুষ্পময় কাননের হাসি
রাত শেষে পাখিরা আবার কুহুতানে ঘুম ভাঙাবে তোমার।

(প্রেমিক-প্রেমিকা সমস্বরে) :--
এসো তবে, সন্ধিপত্রে লিখি নাম
এসো, মনন্তর ভূলে হাতে হাত রাখি,
এসো, ক্রমশ আলোর মূখী এই বাকী রাত টুকু
দুজনে একটু পাশাপাশি থাকি !!