আমাকে একটা অস্ত্র দাও
যুদ্ধে যাব- হ্যাঁ, যুদ্ধেই যাব
কবিতার সব ক'টি খোলা দুয়ারে পেরেক ঠুঁকে
বিধ্বংসী বারুদ গন্ধেই খেলব আজ…

বাজাও তোমার যুদ্ধের দামামা-
রক্তের অনুতে মাতাল আগুন,
ছুঁড়ে ফেল পথের ভাগাড়ে ফুটো ঢাক-ঢোল
রক্তের বিরুদ্ধে এখন রক্তই চাই !

চুলোয় যাক প্রেয়সী কবিতার প্রেম-
নব সৃষ্টির উচ্ছাসে প্রিয় মহুর্তগুলি পোকায় কেটে কেটে খাক,
চারিদিকে বিমূর্ত বেইমানের উল্লুধ্বণী- দুঃখময় এই দুঃসময়ে
বল, আমি কী এখন আর কবিতা লিখতে পারি ?