১.
নাম তার অনুপমা,
ডাকি তাই প্রিয়তমা !

২.
পণহীনা কনে তুমি
পূণ্যের অভাব,
লোকে বলে: এ যে দেখি
মায়ের স্বভাব !

৩.
শিক্ষাহীনা সাবিত্রী সে
লেখে ছন্দ কথা,
গুরুর টাকে ঢাক বাজিয়ে
কেনে অমরতা !