এখন সময় এমনই--
খ্যাতির হাটে নিজের ঢাক নিজেই পেটাতে হয়।
জাতপাত ভুলে যাও, এখন বড়ই দুঃসময় -
জংধরা যন্ত্রপাতির ওস্তাদ না-ডেকে আজ
নিজের খাৎনা নিজেই কর !
এখন সময় এমনই--
কুমড়ো ফুলের কবিরাই শ্রেষ্ঠ আজ !
নজরুল-রবিন্দ্রনাথ উইয়ের আস্তাকুঁড়ে ফেলে তাই
সেক্স কোম্পানির কুঁড়ে ঘরে ব'সে ব'সে
লিখে যাও রগরগে কমলা দেবীর দেবর কাহিনী…
এখন সময় এমনই--
প্রেমিকার গোপন শরীরে 'এইডস' বাসা বাঁধে,
পরকীয়া প্রেমে গৃহিণীর দোয়ার খোলাই চাই…
সময়টা এমনই - দুগ্ধপোষ্য শিশুর নিষ্পাপ হাসিতেও
ধর্ষকের কীর্তিমান পৌরষত্বের উত্থান ঘটে !
এখন সময় এমনই--
আইলানের আত্মহুতিই পৃথিবীর বিবেকী খোরাক !
রাজন কাঁদবে, জিহাদ কাঁদবে - শত শত
নিঃশব্দ লাশের রক্তে লাল হবে রাজপথ
লাল হবে বাড়ীর উঠোন, ধর্মালয়, শিক্ষাঙ্গন
লাল হবে খেলার মাঠ-মেলার মাঠ, কীচেন রুম, অফিস ঘর…
সময় তো এমনই - রক্তপ্লাতু প্রতিটি অঙ্গন থেকেও তোমাকে
চিৎকার ক'রে বলতে হবে: আহ্, কী সবুজ ! আহ্, কী সবুজ !!
এখন সময় এমনই--
পায়ে কুড়াল মারার নীতিও পালটে গেছ।
বিচারিক আদালতের মহান দুয়ারে পোড়েছে পেরেক
'বিচার চাই, বিচার চাই' - নগ্ন উল্লাসে প্রস্তুত পাবলিক -
এখনই, ঝটপট ঝুলে পড় ফাঁসির রজ্জুতে……!!!