সে বলে: ও পথে নয়
এইখানে এসো,
ও বলে: মিথ্যে ও'সব
কথা, ফিরে এসো।

(বিস্তৃত এ পথের ধারায়,
বল, আমি কোন পথে যাই?)

দ্বিধানলে পুড়ি আমি
ওরা আছে বেশ,
জ্ঞানী ওরা, গুরুজন -
আমিই গনেশ !!