তোমার যেখানে ইচ্ছে যাও -
নৈরাশ্যের ফুলঝুড়ি কাঁধে বেড়াও নৈরাজ্যে,
এই যে মন্দির, মসজিদ আর গির্জার মেঝেতে মাথা রেখে
আমি তো আমার ঈশ্বর কে ঠিকই পেয়েছি খুঁজে !
হয়ত' ভালোই আছ
বেঁচে আছ বেশ সুখে প্রভুহীন,
আমিও যে মন্দ নেই; বিশ্বাসের মদিরা শরাব পিয়ে
সুনিশ্চিত আমারও কেটে যায় দিন।
যুক্তির ধুয়োতে যে তুমি ধর্মান্ধের
অপাপবিদ্ধ আমাকে দিয়েছ পাপের ভার,
কোরান-পুরান, বিজ্ঞান-দর্শন দেখেছি সে বহুবার নেড়ে -
জেনেছি বিফল তুমি নকল নায়ক, মিথ্যে তোমার অহংকার !!