১.
চাল নেই ঘরে
চুলোতে আগুন নেই,
মুদ্রাহীন উপোষী পকেট -
বিলাসিতা করি কবিতাতেই !
২.
কে তুমি আমাকে ডাক
আমি কী তোমার কেউ ?
তুমি নও, আকাশের চাঁদ জানে -
কবি আমি কবিতার ফেউ !
৩.
লোকে ডাকে কবি
ঘরে নাম ছন্নছাড়া,
তোমার যা খুশি, ডাক -
এক পায়ে আছি খাড়া !!