উদয়াস্ত সূর্যের সমস্ত পথ পাড়ি দিয়ে
শেষমেষ এই আমি তোমার দুয়ারে দন্ডায়মান।
আমাকে নাও তুমি তোমার আপন ক'রে
ফিরিয়ে দিওনা আর পৃথিবী-বিমুখ এই অধমের…
কোথা যাব ?
কে আর সে দেবে ঠাঁই, বল ?
হয়ত-বা রবাহূত অতিথি নই তোমার
হয়ত-বা অচেনা পথের ভূলে
হয়ত-বা দিকভ্রান্ত পাগল পথিক আমি এসেই পড়েছি তব দ্বারে -
তবু জেনো, আমি তোমারই কাঙাল !
ফিরে যেতে চাই না কো আর।
চাই না কো আর আমি দিগন্ত-ধূসর পৃথিবীর কোন কবি হ'তে
কবি? সেত' দূরাতীত, দূরাগত লোবানের গন্ধ
খেচর-দগ্ধ দৃষ্টির জলহীন মেঘ !
ওগো প্রেম ! ওগো সুখ ! ও আমার ভালবাসা !
আজ শুধু হৃদি দিয়ে করি হৃদিরই যাচনা -
তাই আজ আর না ব'লো না।
যদি বলো, যদি-বা ফিরে যেতেই হয়
তবে দাও সেই বর--
এ মাথার 'পরে নেমে আসুক দৈব বজ্রাঘাত
থেমে যাক মম মিনতির কণ্ঠস্বর, মিশে যাক মাটির গহীনে
এই পোড়া দেহ, এই পোড়া মন…