কে-না জানে মৃত্যুর কোনও ক্ষণ নেই ?
সময়হীন,উপাধিহীন মুত্যু এসে কখন যে কার
দরজায় টোকা দেয়, কে-বা জানে ?
মৃত্যু সেত' অনাড়ম্বরেই আসে--
মাঠে-ঘাটে, রাজপথে, অরণ্য-আঁধারে
গহীন সমুদ্র-বুকে, মরুময় পাথুরে প্রান্তরে কিংবা-
সবুজ ঘাসের দেশে অনাকাঙ্খিত অনেক প্রিয়জনই মৃত্যুর ডাকে
দেখ, না বলেই চুপ মেরে যায় !
হ্যাঁ, মৃত্যু--মৃত্যুই এমনই পাষাণ-প্রবীণ কাপালিক
পূর্বাভাস ছাড়াই হঠাৎ খামচে ধরে
নিপাট বুকের হৃৎপিন্ডের নিলয় !
কে জানে কখন আমারো মৃত্যুর ডাক এসে যায় ?
ওগো মৃত্যু ! ও মৃত্যুধিকারী জগৎ-সম্রাট !
মৃত্যু আমার যেখানে হোক, যে ভাবেই হোক
ভূ-ধরে কী পাতাল পূরীতে, বসন্তে কী বরষায়--দ্বিধা নেই।
তোমার সকাশে শুধু প্রার্থনা আমার--
'কবিতা-ই' এই অনপেক্ষ, রুঢ় আমার মৃত্যুর পূর্বশর্ত হোক !!