কবিতা আমার আষাঢ়-শ্রাবণ
পদ্মার ঢলে পাড় ভাঙা ঢেউ,
কবিতা তো শুভ শারদী সকাল
ফাগুনের ফুল, লাল চেলি বউ।
কবিতা আমার মেঘে ঢাকা ওই
টুকরো চাঁদের এক ফালি হাসি,
অতি পরিচিত শীতের সকাল--
শিশির কণার রুপ রাশি রাশি!
কবিতা আমার শৈশব-কৈশোর
দুর্বিনীত সে যৌবনের গান,
কবিতা আমার প্রিয়ার মুখের
মধুময় হাসি, মিছে অভিমান।
কবিতা আমার অলস দুপুর
সকাল-বিকাল রাতের স্বপন,
সেত' ঘোলা চোখে চেয়ে থাকা শুধু
হারানো দিনের স্মৃতির রোপণ।
কবিতা আমার একেলা মনের
কিছু সুখ আর কিছু দুঃখ ব্যাথা,
আমার না-বলা অনেক কথার
অলিখিত' যেন কবিতার খাতা।।