নিস্তব্ধ আঁধার শেষে অলৌকিক এক
আলোর গানের সুরে কাঁপে বিশ্ব-মন,
সৃষ্ট-মগ্ন স্রষ্টাজন ভীষন অবাক
নব সৃষ্টির উদ্যমে চলে আয়োজন !
সৃষ্টির সেই আদিতে পৃথিবী গড়েন
অতপর একে একে রুপ সবিশেষ,
তৃপ্তিহীন প্রভু তবু নিভৃতে পোড়েন
মানব সৃষ্টিতে তাই দিলেন আদেশ।
শেষমেষ প্রভু তাঁর খাতাটি খুলেন
আছে কী ভ্রান্তির লেশ এই আয়োজনে ?
সীমাহীন শক্তি তাঁর, তিনি কী ভুলেন ?--
কী এক শূন্যতা শুধু সৃষ্টির গোপনে।
'কী নেই কে নেই' উঠে পৃথিবীর দাবী,
সৃষ্টিতে বিস্ময় যার, নাম তার কবি !!