ধর্মত পাপীই বটে, পাপে পূর্ণ মন
মানি নি বিধান তাঁর, ডাকি নি সাদরে--
বিশ্বময় রুপ যিনি করেন সৃজন
সৃষ্টি-কুলে শ্রেষ্ঠ রুপে নিলেন ভূধরে !
কর্ম-ফল শূন্য তবু হয়ত' মানব
গুণে আসে যদি কভু সেই শুভদিন,
"কী চাস আমার কৃপা, বিধিত' বৈভব ?"--
বেজে উঠে মহীয়ান বিধাতার বীণ !
কী নেব পবিত্র দানে প্রভু করতার ?
স্বর্গধামে নেব ঠাঁই? সেত' স্বপ্নাতিত,
তারচেয়ে ভাল এই প্রিয় কবিতার
বিশুদ্ধ ভূবন নেব সর্বস্ব রোহিত ।
প্রত্যাশিত সেই ক্ষণ এলে কোনদিন,
মানব জনম ধন্য হবে সেই দিন।।