কে তুমি কাব্যের ধ্যানে সেজেছ সাধক
নৈঃশব্দের দেশে একা ভাব নিরালায় ?
মহান সত্যের ধর্ম্মে পাপের পাবক
ধ্যানমগ্ন দরবেশ তুমি বিশ্বময় !
ধ্যান গুরু, জ্ঞান গুরু, কালের কুলীন
চির উদ্ভাসিত যেন আলোর মিনার,
কী মন্ত্র সাধনে আজ হয়েছ বিলীন
সে কী অলৌকিক কাঠিটি সোনার ?
কে জানে হয়ত' তাই দুর্বিনীত তুমি
ছুটে চলো কাল থেকে আগামীর কালে,
পদধ্বনি-শব্দে কাঁপে মহাকাল-ভূমি
বেঁধেছ মানব হিয়া যুগান্তের জালে !
সৃষ্টির সানন্দে আজ তোমাকে পেলাম,
কবি! তোমাকে জানাই সহস্র সালাম।