না, চাই না হতে আমি রাজ-অধীরাজ
মহামতি মহাজন অতি ধনবান,
চাই না সুখের সখ্য, সম্মানের তাজ
গর্বীত এ গ্রীবা হোক ভেঙে খানখান !
চাই না আকাশচুম্বী স্বর্গীয় কূটির
তন্বী-তমালিকা সম নারী শয্যা-পাশ,
অতি উপাদেয় খাদ্য আর পেয়ালা পানির-
চাই না তা; মরে গেছে জীবনের আশ !
কবি আমি ধ্যানে-জ্ঞানে কালের তাপস
এ বুকে যুগের ক্ষত, দুঃখের বৈভব,
দুঃসহ যন্ত্রণা শেষে হয়ত' নিরস
কিছু কবিতা-সন্তান করেছি প্রসব !
ধন্য হব সেইদিন, যদি ডাক কবি,
কবে সে মাহেন্দ্রক্ষণ ব'সে ব'সে ভাবি ।।