মূলত' কবিই আমি, কবিতার প্রেমে
বিভোরিত' কাটে ক্ষণ, কাটে দিন-মাস,
বেদুইন যেন এক--ব্রাত্যচারী ধর্মে
সহাস্যেই ডেকে চলি স্বীয় সর্বনাশ -
জীবনের,যৌবনের। দিন-লিপি পত্রে
লেখিনি সুখের নাম, বাঁধিনি সে ঘর,
আছি স্বেচ্ছা নির্বাসনে এ মনুষ্য গোত্রে
লোকে তাই ডাকে বুঝি চির স্বার্থপর !
ডাকে বটে, ডেকে যাক--এসেছি প্রান্তরে
প্রত্যাশাহীন একেলা কবিতা-প্রেমিক,
কবি বিনে কে সে পশে মানব-মর্মরে ?
নিরঞ্জনে প্রেম তার সে মিথ্যে বাতিক !
কবি আমি চিরদিন কালের প্রেমিক,
স্বীকৃত সত্যের ধ্যানে আমিই ধার্মিক।।