কেউ-বা বলে 'এটাই ভাল'
কেউ-বা বলে 'ওটা',
চলছে দেশে ভূতের যে রাজ
ভাঙা-গড়ার ঘটা।
বারুদ-বোমা ফোটাচ্ছে কেউ
নিভাচ্ছে কেউ জলে,
তাক ধি-না-ধি,হুর-রে হুয়া--
নাচছে যে কেউ তালে!
সেলের তালা ভাঙছে যে কেউ
হাতুড়ি আর কিলে,
কেউ-বা ধরে ভরছে শুধু
ধরেনা আর সেলে।
কঠিন গিটে বাঁধছে যে কেউ
সাংবিধানিক বই,
নতুন করে মুদ্রনে কেউ
করছে যে হইচই ।
উন্নয়নের জোয়ারে কেউ
খাচ্ছে মিঠাই-খাজা,
'মিথ্যে সবই' কেউ-বা বলে--
'কীসের তুমি রাজা'?
গদীর রাজা হাতল ধরে
করছে টানাটানি,
আমরা প্রজা পাপড় ভাজা
করছি কানাকানি।
দেশটা আজ জাতি-তত্বের
বিভাজনের ফাঁদে,
ভাঙা-গড়ার চলছে খেলা
মরছে জাতি কেঁদে!!