সীমাহীন সম্ভাব্যের এক দেশ আছে
নাম তার বাংলাদেশ,
তোমরা হয়ত' আঁধারই দেখ,দেখে যাও
আমি কিন্তু আলোর আবেশে আছি বেশ!
জানি,দেশ আজ
মানচিত্র খাদক দাঁতাল শুয়োরের নখবন্দি,
সবুজ পতাকা আঁকড়ে ধরেছে ধূসরতা
গোপন বাণিজ্যে বর্গীর সাথেই গড়ে সন্ধি।
দেখি,রক্তের উৎসবে
লাল দেশ,
দারুণ মেতেছে ওরা 'ক্ষমতাই চাই'-
চাইনা মাটির বাংলাদেশ।
প্রতিদিন পোড়াই মানুষ
পোড়াই গোপনে স্বাধিকার স্বীকৃত দলিল,
গণমুখী আনন্দ জোয়ারে বুলেটের বিস্ফারণ
সার্বভৌমত্বের সিংহদ্বারে ঠোকে খিল।
বিভৎস এ ধ্বংসযজ্ঞে,এই বধ্যভূমে
অপার স্বপ্নেরা তবু হাতছানি দেয়,
জাগো বিদ্রোহী বাঙালী! জাগো সত্যের সৈনিক!
জাগো--বাংলাদেশ ডাক দিয়ে যাই…