১.
মানব নিধন মহাপাপ,জানি
আমি সেই মহাপাপে পাপিষ্ঠ হব,হবই !
রুষ্ট স্রষ্টা যদি নরক অনলে
হাজার বছর পোড়াতে চাই,পুড়ব-
তবু আমি স্বদেশ হত্যার প্রতিবাদে
খুনিই হব,হবই…
২.
যে যা-ই বলে বলুক,বলতেই পারে
সহসা ফাঁসির মঞ্চে ঝোলাতে চাই? ঝোলাক
নির্বাসিত কারাগারে ঠাঁই যদি হয়,হোক !
দুঃখহীন তবু স্বদেশ তোমার হত্যাযজ্ঞের প্রতিটি অনুক্ষণ
আর শান্তিপ্রিয় তোমার সমস্ত সন্তানাদির কসম খেয়ে বলছি-
সন্ত্রাসী হয়েছি,সন্ত্রসীই হব…
৩.
নিভৃতে কাঁদছে বিচারের বাণী
কেউ নেই তোমার পাশে,না থাক।
জ্ঞাতে কী অজ্ঞাতে যে তোমায় নিয়ে
খেলছে ভাঙনের খেলা,খেলুক-
নিয়তি-বিদগ্ধতায় জেনো একদিন
কপাল তার পুড়বে,পুড়বেই…