আমার কেবল ইচ্ছে করে
নিভৃত এক গোপনে,
ইচ্ছে করে প্রিয়া তোমায়
খুব সাজাতে যতনে।
অবাক চোখের দৃষ্টি নিয়ে
উদাস রুপের বিভাতে,
ইচ্ছে করে হাজার জীবন
উৎসর্গ দেয় বেদিতে !
ইচ্ছে করে নিবিড় ছুঁয়ে
পরখ দেয় পৌরষের,
কেউ না-জানুক,তুমিই জেনো-
প্রেমিক আমি হৃদয়ের।
আমার কেবল ইচ্ছে করে
অনেক দূরে হারাতে,
"একটি জীবন" ইচ্ছে করে
তোমার সাথে কাটাতে।।