লোকের কথায় দিসনে রে কান
আমার কথা এইটুকু শোন্,
কেউ জানেনা(তুইও তো না)-
খুব গোপনে দিয়েছি মন !
হাওয়াই ভাসে হাজার কথা
সত্য-মিথ্যের গুঞ্জন,
সফেদ জামার সাদা পাড়ে
দেখ্-না কীযে রঞ্জন !
সরল কথার জটিল প্রকাশ
কানে-কানে কানাকানি,
সরল নয় জটিল নয়
আমি শুধু তোকেই জানি !!