আদম,বিমুগ্ধ হাওয়ার প্রেমে ছেড়েছে সুখের স্বর্গবাস !
পাপে লীন পূণ্যময় আত্মা তাঁর স্বর্গত্যাগী অভিশাপে  ঠাঁইহীন,
তবু প্রেম পিপাসায় পুড়ে পুড়ে বেঁধেছেন ঘর
একা,অনাবাসী এই মর্ত চরাচরে……

আমিও প্রেমিক বটে;
ধাবমান রক্ত-স্রোত ধারায় আদম সন্তান আমি
গন্দম নেশার ঘোরে হয়েছি মাতাল !
তবে দাও সেই নিষিদ্ধ গন্দম ভক্ষনের অধিকার,
দাও পাপাচারে রুদ্ধ হতে !
পাপে শাপে না লিখ পাপীর নাম স্বর্গ-সূচিকাতে।

দুঃখহীন আমি তাই মাটিতেই পেতেছি বাসর শয্যা-
এসো মুখোমুখি দুই তৃষ্ণা বসি দ্বিধাহীন,
প্রেমে লীন আদম-হাওয়া যেন- সৃষ্টি সাধনার
আদি-উৎস ভূলে শুধু তোমাকে পাবার প্রত্যাশায়
কেঁদেছি সুদীর্ঘ সাড়ে তিনশ বছর !

না,পয়গাম্বর নই আমি
পবিত্র নামের তাসবিহ্ পাঠে মুছে নেব পাপ সমাহার
জ্ঞানপাপী,ডাকিনি কখনো সেই নাম !
কোরান,পুরাণ আর যতসব ধর্ম্ম-তত্ববীদ বলেন --
আমার না-কী পরকাল গিয়েছে চুলায়
ইহকাল ? সেও যাক,
তুমি আছ,আমার কীসের ভয় ?