মা,মাটি আর মাতৃভুমির টানে সবাই তো ঘরে ফিরে
আমিও ফিরেছি বটে,ফিরেছি আমার কূমারীর ঘরে…
তবে কেন এ নিষিদ্ধাদেশ তোমাদের ? কেন
আমাকে ফেরাও আর কারো ঘরে ?

পথহীন,গৃহহীন- চারিদিকে কুটিল ভ্রুকুটি
"জাত গেল জাত গেল" সুতীব্র কঠিন চিৎকারে
বিমুখ-বিদ্রুপে যারা আমাকে তাড়াতে চাই-
সে আমার ভাই,সে আমার স্বজাতির লোক !

না,চাইনা ফিরে যেতে আমি
চাইনা কোথাও যেতে; যদিও জেনেছি আমি
জেনে গেছি আমার বাস্তুভিটার উচ্ছেদাদেশের কঠোর কঠিন পণে
অনড় সবাই। মাঠে-ঘাটে-নগরে-প্রান্তরে শহর শোভা যাত্রায়
কান্তারে,মিছিলে- অলিগলি দিকে দিকে বিরাজিত আজ
আমার নামের নিষিদ্ধ হুলিয়ানামা !

ধৃতি-ভিতী নেই;ধাত্রী হীনও তো নই আমি
তাই আমি চাই অমিমাংসিত এ দ্বন্দ্বের ঘোরে আরেকটি
নতুন যুদ্ধের ইতিহাস
বারুদ আর রক্তের ইতিহাস
মানুষ,মাটি ও মানচিত্রের ইতিহাস…
আমি জানি,এ যুদ্ধে আমারি জয় হবে
যেহেতু এ যুদ্ধ দালিলিক
যেহেতু এ যুদ্ধ আমার স্বাপ্নিক !

ফেরাতে পারনা তাই কিছুতেই আর- স্থির, স্থানুবৎ
প্রত্ন যাদুঘরের পাথর আমি,এসেছি আমারি ঘরে-
এ ঘর আমার,এ মাটি আমার,
কান্তিময় এই কূমারী আমার……!!