একদা রবীন্দ্রনাথ এ মাটির 'পরে মাথা রেখে প্রণতি জানাই--
আমি তাঁর বহুদূরবর্তী এক নগন্য পদাঙ্কচারী
মাটি নিয়ে খেলা করি,বাঁধি ঘর
আমৃত্যু স্বপ্নের আয়োজনে !
এই মাটিকেই ভালবাসি
এই মাটিকেই প্রেম-জ্ঞানে দিয়েছি হৃদয়।
এই মাটিই কবিতা আমার,কিংবা-
কবিতাই প্রিয়তম কাদামাটি- এই সত্য যে না মানে
সে কীসের কবি ? কী তার কবি-হৃদয় ?
যেহেতু মাটিই জীবন
জীবনের অন্তিমেও এই মাটিই শেষ ঠিকানা…
আজ তাই দ্বন্দ্বমূখর জীবনে আমি মাটিতেই নিবেদিত,
মাটিতেই গড়ি স্বপ্নের প্রতিমা !
না,স্বপ্ন বিলাসী নই আমি
সাধক-নিমগ্ন ধ্যানে আমিতো মনুষ্য কবি এক--
শুধু জীবনের গান গেয়ে
মাটি আর মানুষের গান গেয়ে
স্বপ্ন দেখি ও স্বপ্ন দেখাই……!!