কিছু মাটি চাই
আর চাই নির্ভেজাল টলটলে জল।
মাটি-জলে মাখামাখি হলে লোকে যারে বলে কাদামাটি
স্বপ্নাতিত সে কাদামাটিতেই গড়ে দেব
তোমার নতুন পৃথ্বীর ভূগোল--
ভূগোলে বিশুদ্ধ বিদ্যা নেই, জানি
কর্কট-মকর ক্রান্তি,বিষুবীয়, কৃষ্ণ-মন্ডলীয়
কিংবা ক্রান্তিকোন,দ্রাঘিমা বুঝিনা কিছু--
বুঝিনা কিছুই আমি নৈঋত,ঈশান
অগ্নি,বায়ু; পূর্ব ও পশ্চিম- এমন কী ভৌগলিক উর্ধ-অধঃ।
তবে জেনো, এইখানে- এ ভূগোল ত্রি চত্বরে
কুটিল কোন অট্ট হাসির পাবেনা কোথাও দেখা
পাবেনা কোথাও দেখা তুমি শৃগাল,শকুন
রক্তভূক রাক্ষস ও হায়েনার দল,
মারী আর মোড়কের বিষময় বাণে
ভেঙে যাবেনা তোমার স্বপ্ন খানখান !

তবে দাও সেই মাটিজল
দাও ভাবনা বিহীন হৃদয়ের সবটুকু অধিকার।
বিশ্বাসে কী অবিশ্বাসে হাত রাখ এই হাতে--
দেখ,পৃথিবী তোমার সৃষ্টি উল্লাসে উন্মুখ,
কাঁপে থরথর……!!