পুড়েছে পেট্রলে দেহ,কার্বন ধোঁয়ার
বিষাক্ত কালোর নীলে মনও বুঝিবা
পুড়ে ছাই; কালো পীচে ডিজেলের কার-
তীব্র শ্বাস কষ্টে আছি। কোথায় কিই-বা
উপশম বল ওগো জলজ বাহন ?
রক্ত-রন্ধ্রে, স্নায়ু-কোষে এ শরীরময়
কী করুন আর্তধ্বনি! কে জানে জীবন
ও মৃত্যুর যুগপৎ রোগ-নিরাময় ?
প্রকৃতি সেবিকা তুমি,অপার স্নেহের
ঢেউ ভেঙে চলো জানি তোমার দু'পাড়,
এসেছি তোমার কাছে,এসেছি কালের
ক্লান্ত পান্থ,জলে ভেজা কপোলের হাড় !
শতত শান্তির তব বহমান জলে,
দাও ধুয়ে রোগ-শোক,দুঃখ পলে পলে ।।
♪ছন্দ:অক্ষর বৃত্ত।
(মহানন্দা,আম-রেশমের দেশ চাঁপাইনবাবগঞ্জ জেলার ছোট্ট একটা নদীর নাম। আকারে ক্ষুদ্র হলেও ইতিহাস-ঐতিহ্যের দিক থেকে এটিই অত্র জেলার প্রধান নদী। এই নদীর অববাহিকায় গড়ে উঠা "চর ধরমপুর(চর)"নামক ছোট্ট একটি গ্রামের ছোট্ট এক কূটিরে আমার জন্ম। বলা চলে,আজন্মই এই নদী ও নদীর প্রাকৃতিক সৌন্দর্যের প্রেমে আমি মুগ্ধ!
না,প্রেমের প্রতিদান হয়না,প্রতিদান দেয়া সম্ভবও না। শুধু এক প্রকার জন্ম-দায়বদ্ধতা থেকেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। যদি কারো সামান্যতমও ভাল লাগে,স্বীয় শ্রম স্বার্থক মনে করব!)