পেটানো পানির ছাদে নেমেছে আকাশ
এ নদীর তীর-ব্যাপী উঠোনের নীলে,
শ্যামল প্রান্তর জুড়ে শীতল বাতাস
জলের গভীরে জল ঢেউ ভেঙে চলে।
লাজুক ললনা যেন এলো বলে কেউ
ডুব জলের আড়ালে নিজেকে লুকায়,
লজ্জাহত এ নদীও ভেঙে ভেঙে ঢেউ
বয়ে চলে বড় একা গোপন ধারায় !
প্রেয়সী নারীর মত এ নদীর প্রেমে
চিরদিন মুগ্ধ আমি প্রেমের খেলায়,
নাম-ধাম-খ্যাতি তার দেখিনি সে ভ্রমে
বন্ধু হয়ে পথচলা শুধু একেলায় ।
কালান্তরের এ প্রেমে ছুঁয়ে যাই কাল,
মুখোমুখি মহানন্দা-আমি চিরকাল !!
♪ছন্দ :অক্ষর বৃত্ত।
(মহানন্দা,আম-রেশমের দেশ চাঁপাইনবাবগঞ্জ জেলার ছোট্ট একটা নদীর নাম। আকারে ক্ষুদ্র হলেও ইতিহাস-ঐতিহ্যের দিক থেকে এটিই অত্র জেলার প্রধান নদী। এই নদীর অববাহিকায় গড়ে উঠা "চর ধরমপুর(চর)" নামক ছোট্ট এক গ্রামের ছোট্ট এক কূটিরে আমার জন্ম। বলা চলে, আজন্মই এই নদী ও নদীর প্রাকৃতিক সৌন্দর্যের প্রেমে আমি মুগ্ধ!
না,প্রেমের প্রতিদান হয়না,প্রতিদান দেয়া সম্ভবও না। শুধু এক প্রকার জন্ম-দায়বদ্ধতা থেকেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। যদি কারো সামান্যতমও ভাল লাগে,স্বীয় শ্রম স্বার্থক মনে করব !)