কে যাও পথিক তুমি ? বারেক দাঁড়াও
এসো এই নদী তীরে অতি ধীর পায়,
কে জানে ব্যথিত কত জীবনের নাও
ডুবিয়ে এখানে একা নীরবে ঘুমায় !
হয়ত' রমণী এক গোপন দাহন
বুকে চেপে গোপনেই ভেসেছে এখানে,
এই যে উচ্ছল নদী,তরঙ্গ-প্লাবন
সে নারী কে বয়ে চলে অতৃপ্ত স্মরনে ।
আহা! উচ্চস্বরে কথা বোলনা এমন
হেসোনা মধুর সুরে সাবলিলতায়,
এখানে অনেক আছে উত্থান-পতন
আছে কিংবদন্তির জয়-পরাজয় !
প্রাগৈতিহাসিক এই মহানন্দা চরে,
এসো বন্ধু এসো তুমি,এসো ধীরে ধীরে।।
♪ছন্দ :অক্ষর বৃত্ত।
(মহানন্দা,আম-রেশমের দেশ চাঁপাইনবাবগঞ্জ জেলার ছোট্ট একটি নদীর নাম।আকারে ক্ষুদ্র হলেও ইতিহাস-ঐতিহ্যের দিক থেকে এটিই অত্র জেলার প্রধান নদী। এই নদীর অববাহিকায় গড়ে উঠা "চর ধরমপুর(চর)"নামক ছোট্ট একটি গ্রামের ছোট্ট এক কূটিরে আমার জন্ম। বলা চলে,আজন্মই এই নদী ও নদীর প্রাকৃতিক সৌন্দর্যের প্রেমে আমি মুগ্ধ।
না,প্রেমের প্রতিদান হয়না,প্রতিদান দেয়া সম্ভবও নয়। শুধু এক প্রকার জন্ম-দায়বদ্ধতা থেকেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। যদি কারো সামান্যতমও ভাল লাগে,স্বীয় শ্রম স্বার্থক মনে করব!)