এই সেই নদী-জল,যেখানে আমার
মায়ের স্নেহের সুধা,পিতার আপত্য
মমতার ধারা বহে ! এ ঋনের ভার
মিটে কী কবিতা-গানে? কী তার মহত্ব
আমি কতটুকু জানি? কতটা আপন
এ নদীর জল মম জীবন ধারায়
বুঝিনি কিছুই তার,মানিনি মনন-
নিভৃত গোপনে কে সে আমাকে কাঁদায় ?
ন বুঝি,অবুঝ আমি বড় অর্বাচীন
জ্ঞানত' মূর্খই বটে;তবু এসেছি মা
তোর নদী-জল বুকে। আজ শুভদিন
ধুয়ে যাক যত দেহ মনের কালিমা।
জন্মান্তরের এ শুদ্ধ স্নানে গাই গান,
জানুক জগৎবাসী ওমা তোর মান !!
♪ছন্দ :অক্ষর বৃত্ত।
(মহানন্দা,আম-রেশমের দেশ চাঁপাইনবাবগঞ্জ জেলার ছোট্ট একটা নদীর নাম। আকার ক্ষুদ্র হলেও ইতিহাস-ঐতিহ্যের দিক থেকে এটিই অত্র জেলার প্রধান নদী। এই নদীর অববাহিকায় গড়ে উঠ "চর ধরমপুর (চর)"নামক ছোট্ট একটি গ্রামের ছোট্ট এক কূটিরে আমার জন্ম। বলা চলে,আজন্মই এই নদী ও নদীর প্রকৃতিক সৌন্দর্যের প্রেমে আমি মুগ্ধ!
না, প্রেমের প্রতিদান হয়না,প্রতিদান দেয়া সম্ভবও না। শুধু এক প্রকার জন্ম-দায়বদ্ধতায় আমার এই ক্ষুদ্র প্রয়াস। যদি কারো সামান্যতমও ভাল লাগে, স্বীয় শ্রম স্বার্থক মনে করব!)