এসেছি নতুন এক সন্ধি-বার্তা নিয়ে
পদ্মা মেঘনা যমুনা,নাও ধানসিড়ি,
কর্ণফুলী কল্লোলে যেও নৌকা বেয়ে
মহানন্দা জলে শুধু দিওনাকো পাড়ি।
ময়ুরাক্ষী মধুমতী সুরমা তিতাস
তোমাকে দিলাম আরো করতোয়া পাড়,
সুবিশাল সিন্ধু তীরে গড় ইতিহাস
সম্প্রদানে নেব আমি মহানন্দা চর।
হোক তবে সন্ধি লেখা,কাগজকলম
সন্ধিপত্রে লেখ নাম তোমার-আমার,
পৃথিবীর ইতিহাসে পত্রটি চরম
শপথ নদীর আর প্রিয় কবিতার!
জানিনা,নিন্দুকজন দিয়েছে কী আড়ি,
ক্ষতি নেই--নদী জলে পোতা আছে নাড়ি !!
♣ছন্দ :অক্ষর বৃত্ত।
(মহানন্দা,আম-রেশমের দেশ চাঁপাইনবাবগঞ্জ জেলার ছোট্ট একটা নদীর নাম। আকারে ক্ষুদ্র হলেও ইতিহাস-ঐতিহ্যের দিক থেকে এটিই অত্র জেলার প্রধান নদী। এই নদীর অববাহিকায় গড়ে উঠা "চর ধরমপুর (চর)"নামক ছোট্ট এক গ্রামের ছোট্ট এক কূটিরে আমার জন্ম। বলা চলে,জন্মসুত্রেই এই নদী ও নদীর প্রকৃতিক সৌন্দর্যের প্রেমে আমি মুগ্ধ!
না,প্রেমের প্রতিদান হয়না,প্রতিদান দেয়া সম্ভবও না। শুধু এক প্রকার জন্ম-দায়বদ্ধতায় আমার এই ক্ষুদ্র প্রয়াস। যদি কারো সামান্যতমও ভাল লাগে,স্বীয় শ্রম স্বার্থক মনে করব!)