বেড়েছে বয়স ঢের;বয়সে বয়সে
নুব্জ এই দেহ-মন, জ্ঞানের বহর,
দেখেছি অনেক দেশে,দেখেছি বিদেশে-
কত নদী,জলাধার,সমুদ্র,সাগর।
দেখেছি যে নীলোৎপল গিরী ঝরনার
মৃন্ময় গতীর ধারা চপলা চঞ্চল,
দেখেছি মানব-গড়া জল ফোয়ারার
কারুময় আধুনিক সী-লেকের ঢল !
অতৃপ্তির বেদনায় মন তবু কাঁদে
কেন হায়! কিছুতেই ভরেনা এ মন,
ফিরে কী এসেছি তাই মহানন্দা নদে
বেলাভূমি 'চরে' স্বপ্ন করেছি বপন ?
ঠিক তাই;হোক ক্ষুদ্র নদীটি আমার,
ভালবাসার পৃথ্বী সে,প্রেমের আধার !!
♠ছন্দ:অক্ষর বৃত্ত।
(মহানন্দ, আম-রেশমের দেশ চাঁপাইনবাবগঞ্জ জেলার ছোট্ট একটা নদীর নাম। আকারে ক্ষুদ্র হলেও ইতিহাস-ঐতিহ্যের দিক থেকে এটিই অত্র জেলার প্রধান নদী।এই নদীর অববাহিকায় গড়ে উঠা "চরধরমপুর(চর)"নামক ছোট্ট একটি গ্রামের ছোট্ট এক কুটিরে আমার জন্ম। বলা চলে,আজন্মই এই নদী ও এর প্রাকৃতিক সৌন্দর্যে র প্রেমে আমি মুগ্ধ!
না,প্রেমের প্রতিদান হয়না,প্রতিদান দেয়া সম্ভবও না। শুধু এক প্রকার জন্ম-দায়বদ্ধতায় থেকেই আমার এই ক্ষুদ্র প্রয়াস।
যদি কারো সামান্যতমও ভাল লাগে,স্বীয় শ্রম স্বার্থক মনে করব।)