এসো প্রিয়া এসো,এসো এ তটিনী তীরে
স্নিগ্ধ এ স্রোতিসিনীর সুর কলোরোল
হৃদয়ে তুফান তোলে;এসো তুমি ধীরে
না ভাঙে যেন হঠাৎ সুধাময়ী দোল !
হয়ত' ভ্রান্তির ছলে কূহেলী কেকার
ডাকে এই মেঠো পথ,এই বালুচর
সবুজ ঘাসের মোড়া গালিচা কান্তার
ফেলে গিয়েছিলে দূরে সাধের শহর !
না,সেখানে কিছু নেই;সেত' মায়াহীন
মাতৃহীন এক দেশ,কঠিন কংক্রিটে
গাঁথা জীবনের ছবি পরিনামহীন
দেখ,তুমি আমি আছি দারুন সংকটে !
প্রকৃতি-মাতার কোলে,এই নদী-জলে
এসো, বাঁকিটা জীবন তবে দেই ঢেলে ।।
♠ছন্দ: অক্ষর বৃত্ত
♠ মাত্র বিন্যাস :৮+৬
(মহানন্দা, আম-রেশমের দেশ চাঁপাইনবাবগঞ্জ জেলার ছোট্ট একটা নদীর নাম।আকারে ছোট্ট হলেও ইতিহাস-ঐতিহ্যের দিক থেকে এটিই অত্র জেলার প্রধান নদী।
এই নদীর অববাহিকায় গড়ে উঠা "চর ধরমপুর (চর)" নামক ছোট্ট এক গ্রামের ছোট্ট একটা কূটিরে আমার জন্ম।
বলা চলে,আজন্মই এই নদী ও নদীর প্রাকৃতিক সৌন্দর্যেরর প্রেমে আমি মুগ্ধ!
না,প্রেমের প্রতিদান হয়না,প্রতিদান দেয়া সম্ভবও না।
শুধু এক প্রকার জন্ম-দায়বদ্ধতায় আমার এই ক্ষুদ্র প্রয়াস।
যদি কারো সামান্যতমও ভাল লাগে, স্বীয় শ্রম সার্থক মনে করব।)