মহানন্দার নদীর চরে ফিরে এসে
বেঁধেছি আবার আমি আলয় আমার,
ভাল লাগেনি আমাকে শহরের দেশে
মানুষের কোলাহল,পাথরের ঘর।
চোখ ধাঁধানো আলোর স্বপ্নীল বাহার
ব্যস্ত জনতার যন্ত্র-দানবের বেশে
ছুটে চলার ক্ষিপ্রতা,নিষ্ঠুরতা আর
কৃত্রিমের অভিনয়ে আমি ক্লান্ত শেষে !
এখানে নদীর চরে শ্মশান-কবর
বাঁশ-বন,কাশ-বন,মাছ ধরে বক,
সূরুয সাঁতার কাটে নদীর ভেতর
দিন শেষে ফিরে যায় পাখিদের ঝাঁক।
এ ছবির দেশে আমি এসেছি আবার,
আমার শান্তির ভূমি মহানন্দা-চর !!
♠ছন্দ : অক্ষর বৃত্ত
♠মাত্রা বিন্যাস : ৮+৬
(মহানন্দা,আম-রেশমের দেশ চাঁপাইনবাবগঞ্জ জেলার ছোট্ট একটা নদীর নাম। আকারে ক্ষুদ্র হলেও ইতিহাস-ঐতিহ্যের দিক থেকে এটিই অত্র জেলার প্রধান নদী। এই নদীর অববাহিকায় গড়ে উঠা
"চর ধরমপুর (চর)"নামক ছোট্ট একটি গ্রামের ছোট্ট এক কূটিরে আমার জন্ম। বলা চলে,আজন্মই এই নদী ও নদীর প্রাকৃতিক সৌন্দর্যের প্রেমে আমি অন্ধ !
না, প্রেমের কোন প্রতিদান হয়না,প্রতিদান দেয়া যায়ও না।
শুধু,একপ্রকার জন্ম-দায়বদ্ধতা থেকেই আমার এই ক্ষুদ প্রয়াস।
যদি কারো সামান্যতমও ভাল লাগে,নিজেকে সফল মনে করব!)