কী
এক
অলীক
কিড়া এলো
মৃত্যু শয্যায়,
পুঁতি গন্ধময়
জীবন্ত শব যেন…
একা,স্বজন-বিমুখ
পড়ে আছি নিঃস্বঙ্গতায় !
প্রাণোধিক প্রিয় সহচরী
ভ্রাতা,ভগ্নী আর বন্ধু সকল
একে একে সবাই তো দূরে গেল
ভেঙে গেল তথাস্তু স্নেহের শেকল !
শুধু মা,জনম দুঃখিনী মা যে আমার
আগলে রেখেছে একেলা মৃত্যুর দুয়ার !!