মা
যেন
মধুর
সেই নাম,
হ্যামেলিনের
যাদু ভরা সুর,
কবিতা আর গান।
পাখিদের কলতান
সুদূর সমুদ্রের ঢেউ
অপলক চেয়ে থাকা শুধু
তারাভরা ঐ নীল আসমান !
মা তো সেই একাদশী চাঁদমুখ
অঘ্রানে সুবাসিত ক্ষেতের আমেজ,
পুষ্পিত গোলাপের বুকে অনাদি সুখ
অতি পূণ্যময় পৃথিবীর রত্ন বিশেষ !!