না,
মক্কা
মদিনা
নয়,নয়
সে গঙ্গাভূমী,
মন্দির,প্যাগোডা
অথবা মসজিদ ?
ওমা তোর পদপ্রান্ত
জানি,আরও বেশি দামী!
না, চিনিনি স্রষ্টা,চিনিনা যে
সৃষ্টি-কুল;হয়ত' পাপি আমি
ধর্ম্মজ্ঞানে হারিয়েছি সব কূল,
ভুল! আমি বলি,না-চিনে যে অধম
মাতৃ-পরিচয়,পূণ্যে কী তার এমন
প্রাপ্তি? ফুটে কী গো পাথরে প্রত্যাশিত ফুল?