কে
আমি?
-এমন
প্রশ্ন দামী
কোথায় আছে?
নিজেকে না চিনে
বল,কে আর বাঁচে
পৃথিবীতে বেশিদিন?
শাস্ত্র-বিধিত' কথা এই
জীবনের চেয়ে বড় ঋন
কিছু নেই; দারুন মূর্খ সেই-
জ্ঞানহীন দৃড়তায় স্বপ্ন দেখে
ছবি আঁকে যে বক-মগ্ন মৌনতায়…
না,জীবন তো এমন নয়,ক্যানভাসে
আঁকা শিল্পীর ছবি শুধু রঙের ছোঁয়ায় !!