ক.
প্রত্যাশিত সেই বৃক্ষের মুকুলে আজ
ফুটেছে আমার আশার আলোক ফুল,
বিমুখ দ্বিধার দেবতারা দেখ
ফেরাল তাদের মুখ;তুমি বল ভুল।
ক্ষতি নেই--আমি জানি
সে আমার অক্ষয় জয়-ই বটে,
দ্বিধার নরকে পোড় তুমি
পোড়,আমার তরণী ঠিকই ভিড়েছে ঘাটে…
খ.
পানি,সার-বিষ,খাদ্য আর মনের মাধূরী জলজ-সিঞ্চনে
এতকাল যে বৃক্ষের মূলে গোপনে করেছি চাষবাস,
আজ তা পুষ্পাকরে আকীর্ন।ফুলে ফুলে
সুবাসিত আমার আকাশ,আমার বাতাস !
গ.
কবি আমি,অক্লান্ত কালের চাষী
চাষযোগ্য এ ভূমি আমার,
এ দেশ আমার,এ জাতি আমার
শষ্যের সম্ভারে ভরা এই উপহার একান্তই আমার।
ঘ.
পরাজিত নই আমি
পরাজিত হয়না কবিরা,
নিপুন আঘাতে ছিন্ন হল মায়াজাল
পালাই দৌরাত্ম্য পঞ্চভূতের পেঁচারা ।।