মা বলেছেন "স্বদেশ-ভূমি
ঠিক মায়েরই মতন,
খোকারে তুই শোন,আমৃত্যু
করিস তারে যতন।
শোন্ রে! সোনা, এদেশ মাটি
যেন মায়ের আঁচল,
কেউ জানেনা কী যে সুধায়
ভরা বুকের অতল !
মাতৃ-বুকের দুধের ধারা
এদেশ নদী-জলের,
সবুজে মাখা বৃক্ষ-বাতাস
যেন পরশ প্রাণের !
এই যে শোন ! পাখির গান
সকাল,সন্ধ্যা,দুপুর...
এ যেন ঠিক মায়ের গান
ঘুম-পাড়ানি শিশুর।
মায়ের কোলে যেমন শিশু
কাটায় সুখের দিন,
ঠিক তেমনি মায়ের দেশে
খোকারে তুই স্বাধীন।
তৃষ্ণা-কাতর, ক্ষুধার জ্বালা
মনের দুঃখে কাঁদিস,
সকল ক্ষণে মাতৃভূমি
এই কথাটি জানিস।"