যখন আমার স্বদেশ-ভূমি পুড়ছে আগুনে
ঠিক তখনি আসলে তুমি আমার জীবনে
স্বপ্ন-ডানায় হয়ত' তোমার কাটছে সুখে দিন
আমার কী যে বুকের ভেতর করছে চিন চিন !
প্রিয়তমা! মান করোনা, করোনা অভিমান,
আমি কিন্তু পারবনা গাইতে ভালবাসার গান ।।
জ্বালাও-পোড়াও চলছে দেশে
কাঁদছে মানুষ হায় !
সুখের সময় কোথায় বল
তোমার পানে চাই ? ----(২)
প্রিয়তমা! মান করোনা, করোনা অভিমান,
আমি কিন্তু পারবনা গাইতে ভালবাসার গান ।।
দেশের এমন দুঃখের দিনে
বাড়াও তোমার হাত,
আমার কথায় কষ্ট পেলে
নিজের খোঁজ পথ । ----(২)
প্রিয়তমা! মান করোনা, করোনা অভিমান,
আমি কিন্তু পারবনা গাইতে ভালবাসার গান ।।
( সুর: মাহমুদ সিদ্দিকী )