১.
সেত' জাতহীন অন্ধকারের অধিবাসী....
তুমি যা-ই বল, আমি জানি সে আমার পিতার হত্যাকারী।
আমার কৈশোরত্তীর্নবোনের ধর্ষক !
রক্ত-পিপাসু, দেশ লুটেরা সে; আমি তাকে সন্ত্রাসীর
অধীক আর কী নামে ডাকি ?

২.
সন্ত্রাসীর কোন সংজ্ঞা নেই, ধর্ম্ম নেই; জ্ঞাতি-গোত্রহীন
সে চির অজাত। আঁধার অধীবেশনে ব'সে ব'সে
মানুষ হত্যার শুধু ডুগডুগি বাজাই !

৩.
যক্ষারও আরোগ্য মেলে
যদিও "রক্ষা নাই" জনশ্রুতি আছে ।
অথচ সন্ত্রাস আজ নিরাময়হীন
বাংলা-ব্যাধির আরেক নাম !

৪.
সকল ঘাতকই সন্ত্রাসী নয়
ঘাতকের মুখোশ-আড়ালে
এই আহত আমিই হয়ত' সন্ত্রাসী !

৫.
সন্ত্রাস নিধনে সংসদে বিলপাস
চারিদিকে হৈ চৈ, হাত তালি: ঠিক-ঠিক-ঠিক,
বিশেষ দ্রষ্টব্য, জেনে নাও--
আমার সন্ত্রাসী  কিন্তু সাংবিধানিক !!